চিনের উহানের করোনাভাইরাস নিয়ে রিপোর্ট করেছিলেন যে চিনা স্বাধীন সাংবাদিক, তাঁকে চারবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সাংহাইয়ের এক আদালত এই সাজা ঘোষণা করেছে। ৩৭ বছরের মহিলা সাংবাদিক ঝাং ঝানকে ঝগড়া বাঁধানো এবং গোলমালে উস্কানি দেওয়ার অভিযোগে এই শাস্তি পাচ্ছেন। চিনে বিরোধী ও সমালোচক মানবাধিকার কর্মীদের প্রায়ই এই ধারায় অভিযুক্ত করা হয়।
ফেব্রুয়ারির গোড়ায় ঝাং সাংহাই থেকে ৪০০ কিলোমিটার পার করে উহানে পৌঁছেছিলেন করোনা নিয়ে রিপোর্ট করতে। তখন থেকেই চিনের সরকার সরকারি, বেসরকারি চিনা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা শুরু করে। তিনমাস ধরে ঝাং লকডাউন বন্দি মানুষজনের সঙ্গে কথা বলেন। উপচে পড়া হাসপাতাল থেকে খালি দোকান ঘুরে বাস্তব চিত্র তুলে ধরেন। সেইসব ছবি তিনি টুইটার, উইচ্যাট, ইউটিউবে পোস্টও করেন তিনি।
মে মাসের মাঝামাঝি আচমকাই তা বন্ধ হয়ে যায়। টিনা সরকারের বক্তব্য, ঝাং মিথ্যে প্রচার করছেন, উহানের বদনাম করছেন। ঝাংকে পুলিশ আটক করে। তিনি অনশনও শুরু করেন প্রতিবাদে। অ্যামনেস্টি জানাচ্ছে, তাঁকে জোকর করে শিকল বেঁধে খাওয়ানো হয়েছে। নাকে নল গুঁজে দেওয়া হয়, হাত বেঁধে দেওয়া হয় পিছন থেকে। সোমবার কোর্টের শুনানিতেও ঝাং এসেছিলেন হুইল চেয়ারে বসে।
Post a Comment
Thank You for your important feedback