কর্নাটক বিধান পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দেহ মিলল রেললাইনে

কর্নাটকের বিধান পরিষদের ডেপুটি চেয়ারম্যান এস এল ধর্মে গৌড়ার দেহ পাওয়া গেল চিকমাগালুরের একটি রেললাইনের ধারে। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। জেডি (এস)-এর বিধায়ক ধর্মে গৌড়া চিকমাগাবুরেরই বাসিন্দা। সোমবাহ রাত দুটো নাগাদ দেহটি পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, তিনি তাঁর শাখারায়াপাট্টানার খামার বাড়ি থেকে রাত সাড়ে দশটা নাগাদ বেরিয়ে গিয়েছিলেন। তাঁর কাছে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে।

৬৪ বছরের ধর্মে গৌড়া সম্প্রতি খবরের শিরোনামে এসেছিলেন একটি অপ্রীতিকর ঘটনার সূত্রে। বিধান পরিষদের অধিবেশন চলার সময় তাঁকে কংগ্রেসের সদস্যরা জোর করে টেনে চেয়ার থেকে নামিয়ে দিয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, ধর্ম গৌড়া অবৈধভাবে সভার কাজ চালাচ্ছেন। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিনি চেয়ারম্যান কংগ্রেসের প্রতাপচন্দ্র শেট্টিকে হটাতে চাইছেন। বিজেপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। তা নিয়ে এখনও আলোচনা হয়নি। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই কাঠগড়ায় কংগ্রেস। তাঁর ভাই এস এল ভোজে গৌড়াও বিধায়ক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর অত্যন্ত ঘনিষ্ঠ। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم