টান টান উত্তেজনা ছিল শেষদিনে, অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস শেষ করল ২০০ রানে। জেতার জন্য দরকার ছিল মাত্র ৬৯ রান কিন্তু শুরুতেই বিপর্যয়, ১২ রানের মধ্যেই আউট হয়ে গেলেন মায়াঙ্ক আগারওয়াল এবং চেতেশ্বর পূজারা। কিন্তু তখনই খেলা ধরে নিলেন নবাগত শুভমান গিল। ঝোড়ো ইনিংসের ৩৫ এবং সহযোগিতায় ফের অধিনায়ক অজিঙ্ক রাহানে। অবশেষে ৮ উইকেটে জয় পেল ভারত। আপাতত সিরিজ ১-১।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে জয়, বিশেষ করে বক্সিং ডে ক্রিকেটে ভারতকে অনেকটাই আত্মবিশ্বাস এনে দিল। অনেক বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞরা কোহলি বিহীন ভারতকে পাত্তাই দেননি, বিশেষ করে প্রথম টেস্টে ৩৬ রানে গুটিয়ে যাওয়ার পর। কিন্তু এই টেস্টে প্রথম থেকেই একটা জেদ কাজ করেছিল রাহানের টিমে। ব্যাটিং বোলিং দুই বিভাগেই অস্ট্রেলিয়াকে হার মানতে হয়েছে টীম রাহানের কাছে। ৩ জানুয়ারি থেকে তৃতীয় টেস্ট সিডনিতে। তার আগে ভারতীয় দল অনেকটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে প্রমাণ হয়েছে ক্রিকেট একটা টিম গেম যেখানে একজন খেলোয়াড়ের উপর জয় নির্ভর করে না। শুভেচ্ছা টিম ইন্ডিয়ার টুইট শুরু হয়ে গেছে এবার।
إرسال تعليق
Thank You for your important feedback