দিন কয়েক আগেই শিরোনামে এসেছিল স্যার ডোনাল্ড ব্রাডম্যানের অভিষেক ম্যাচের ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে ওঠার সংবাদ। এবার সেই টুপি নিলামে উঠল, দামও উঠল দারুণ। পিটার ফ্রিডম্যান নামে এক ব্যবসায়ী সাড়ে চার লক্ষ অস্ট্রেলিয়ান ডলারে কিনে নিলেন ব্রাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপটি। ভারতীয় টাকার মূল্যে যার দাম প্রায় আড়াই কোটি টাকা। ফ্রিডম্যান জানিয়েছেন, তিনি ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ নিয়ে অস্ট্রেলিয়া জুড়ে প্রদর্শন করবেন। এখন অস্ট্রেলিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ দামী ক্রিকেট স্মারক হিসেবে পরিচিত ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ। উল্লেখ্য টেস্ট ক্রিকেটে ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ৯৯.০৪। যে রেকর্ড এখনও অক্ষত রয়েছে। ১৯৫৯ সালে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের তাঁর প্রতিবেশী পিটার ডানহামকে টুপিটি উপহার দিয়েছিলেন। বর্তমানে তিনি এখন জেলে রয়েছেন। ২০০৩ সাল থেকে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপিটি স্টেট লাইব্রেরি অফ সাউথ অস্ট্রেলিয়ার কাছে সংগৃহীত ছিল। ১৯২৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটেছিল কিংবদন্তি অজি খেলোয়াড় স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের।
নিলামে ব্রাডম্যানের অভিষেক ম্যাচের ব্যাগি গ্রিনের দাম উঠল আড়াই কোটি
byCalcutta News
0
Comments

Post a Comment
Thank You for your important feedback