সোমবার কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে অনুপস্থিত ছিলেন সোনিয়া, রাহুল। জানা গিয়েছে, রাহুল গান্ধি রবিবার রাতের বিমানে গিয়েছেন ইতালি, তাঁর দিদিমার বাড়ি। এমন একটা স্মরণীয় দিনে তাঁর বেড়াতে যাওয়াকে নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা। পাশাপাশি সোনিয়ার অনুপস্থিতি নিয়ে দলের মুখপাত্র জানিয়েছেন, কোভিড পরিস্থিতে স্বাস্থ্যের কারণে তিনি আসেননি। পতাকা উত্তোলন করেন এ কে অ্যান্টনি এবং শ্রদ্ধা বার্তা দেন প্রিয়াঙ্কা গান্ধি। কার্যত সভাপতিহীন অনুষ্ঠানে এই প্রশ্ন উঠেছে তবে কি অ্যান্টনি পরবর্তী সভাপতি অথবা প্রিয়াঙ্কা?
অন্দরের বার্তা সূত্র মারফত জানা গিয়েছে, প্রিয়াঙ্কার বিষয়ে কোনও খবর নেই কিন্তু অ্যান্টনিকে নিয়ে নিয়ে জল্পনা আছে। যদিও এমন প্রশ্নও উঠেছে সর্বভারতীয় সুপ্রাচীন দলের সভাপতি হিন্দি খুব একটা ভালো বলতে পারেন না ফলে বিকল্প হিসাবে নাম এসেছে বিগত লোকসভার পরিষদীয় নেতা মালিকার্জুন খাড়গের নাম। জানুয়ারির প্রথম সপ্তাহেই নাকি জানা যাবে নতুন সভাপতি কে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে রাহুল গান্ধিকেই সভাপতি করা হতে পারে।
إرسال تعليق
Thank You for your important feedback