আর কয়েক দিনের অপেক্ষা। তারপরই ২০২০-কে বিদায় জানাতে চলেছে গোটা বিশ্ব। ২০২০ সাল যে গোটা বিশ্বের কাছে খুব একটা সুখের নয়, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ক্রীড়াক্ষেত্রেও মারণ ভাইরাস থাবা বসিয়েছে। বছরের শেষে এসে জেনে নেব তেমন কয়েকটি ঘটনা।
করোনার জেরে বন্ধ/ স্থগিত/ বাতিল হল যে সমস্ত খেলার আসর-
করোনা আবহে বহু খেলার আসর স্থগিত করতে হয়েছে। এরমধ্যে অন্যতম হল টোকিও অলিম্পিক। অলিম্পিকে অংশগ্রহণ করে বিশ্বের প্রায় সমস্ত দেশ। যদিও এই করোনা আবহের মধ্যেই এপ্রিল মাসে প্রথা মেনে অলিম্পিকের মশাল জ্বালানো হয়েছিল। কিন্তু পরে তা স্থগিত করে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। ২০২১ সালে হতে পারে টোকিও অলিম্পিক।
করোনার থাবা পরেছে আন্তর্জাতিক ক্রিকেট মহলেও। ২০২০ সালের টি-টয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথাছিল নিউজিল্যান্ডে। কিন্তু করোনার জেরে টি-টয়েন্টি বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় আইসিসির তরফে। তা আগামী বছর ভারতে হওয়ার সম্ভাবনা রয়েছে।
করোনার প্রকপে বন্ধ হয়ে গিয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হওয়া তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৫ মার্চ তে ও ১৮ মার্চ কলকাতায় হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জেরে বিসিসিআই স্থগিত করে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হওয়া ওয়ানডে সিরিজ।
শেষ দশ ম্যাচ বাকি থাকাকালীন বন্ধ করে দেওয়া হয় ২০১৯-২০ আইলিগ। সেময় পয়েন্ট তালিকার শীর্ষে ছিল মোহনবাগান। এবং ধরাছোঁয়ার বাইরে থাকায় মোহনবাগানকে চ্যাম্পিয়ন বলে ঘোষনা করে এআইএফএফ। অক্টোবরে প্রথম সপ্তাহে মোহনবাগানের হাতে আইলিগের ট্রফি তুলে দেওয়া হয়।
দেশের সর্বোচ্চ লিগের মর্যাদা পাওয়া আইএসএল চলতি বছর করোনার জেরে পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের প্রায় মাস দেড়েক পর গোয়ায় শুরু হয় চলতি বছরের আইএসএল জৈব সুরক্ষা বলয়ের মধ্যে।
বিশ্বের সবচেয়ে আকর্ষক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। করোনার থাবা এখানেও পড়ে। বারেবারে পিছিয়ে যায় সূচি। দীর্ঘদিন দোলাচলে থাকার পর অবশেষে মিলিয়ন ডলারের টুর্নামেন্ট আইপিএল শুরু হয় ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরশাহীতে দর্শকশূন্য স্টেডিয়ামে বসে আইপিএলের আসর।
দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা-
চলতি বছর খেলাধুলার জগতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। যদিও তা করোনা আবহের জন্যই হয়। সেটা হল দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা। করোনার জেরে দীর্ঘদিন বন্ধ থাকা বা অসম্পূর্ণ টুর্নামেন্ট শেষ করার লক্ষ্যে জৈব সুরক্ষা বলয়ে দর্শকশূন্য স্টেডিয়ামে চালু হয় বিভিন্ন টুর্নামেন্ট। ক্রিকেট, ফুটবল, টেনিস সহ বহু খেলাই বর্তমানে ফাঁকা স্টেডিয়ামে হচ্ছে।
ভারতের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল চলতি বছরের এপ্রিল মাস থেকে শুরু হওয়ার কথা ছিল। করোনার জেরে পিছিয়ে অক্টোবর মাস থেকে আইপিএল শুরু হ্য় সংযুক্ত আরব আমিরশাহীর দর্শকশূন্য স্টেডিয়ামে।
ভারতীয় ফুটবলের লড়াই ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ইতিমধ্যে শুরু হলেও। শুধুমাত্র এই বছর আইএসএলের সব ম্যাচ আনুষ্ঠিত হচ্ছে গোয়ায়। দর্শকশূন্য ফাতোরদা, তিলক ময়দান এবং জিএমসি স্টেডিয়ামে চলছে আইএসএল।
২০২০ সালে মহামারীর জেরে তিন মাসের বেশি সময় বন্ধ ছিল উয়েফা চ্যাম্পিয়ান্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালির সিরি এ, স্পেনের লা-লিগা সহ ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল লিগ। অবশেষে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফা করোনাবিধি মেনে ২০২০-২১ মরশুমের বাকি খেলা চালুর অনুমতি দেয়। তবে খেলা হচ্ছে হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে।
চলতি বছর ফ্রেঞ্চ ওপেনও হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে। রোলাঁ গোড়ায় সুদূর অতীতেও এই পরিস্থিতিতে খেলা হয়েছে বলে মনে করতে পারছেন না ক্রীড়া বিশেষজ্ঞরা। অপরদিকে ঐতিহ্যবাহী টেনিস টুর্নামেন্ট উইম্বলডন করোনার জেরে বাতিল হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback