নাৎসি শাসক হিটলারের একটা পোষা কুমীর ছিল। তার নাম স্যাটার্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সেনারা পেয়েছিলেন এই কুমীরটিকে। ১৯৪৬ সালে সেটিকে নিয়ে যাওয়া হয় মস্কোয়। মস্কোর চিড়িয়াখানায় বহুদিন সেটি ছিল দর্শকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।
এবছরে মে মাসে মারা গিয়েছে স্যাটার্ন। বয়স হয়েছিল ৮৪। তার সম্মানে তার দেহটি সংরক্ষণের সিদ্ধান্ত নেন মস্কোর ডারউইন চিড়িয়াখানার কর্তৃপক্ষ। কুমীরের সেই সংরক্ষিত দেহ এখন দেখা যাচ্ছে রাশিয়ার একটি জাদুঘরে।
স্যাটার্নের জন্ম কিন্তু ১৯৩৬ সালে মিসিসিপিতে। সেবছরই সেটিকে উপহার দেওয়া হয় মস্কো চিড়িয়াখানাকে।
জনশ্রুতি, এটি হিটলারের ব্যক্তিগত সংগ্রহে ছিল। শোনা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্লিনে বোমা বর্ষণের সময় বহুদিন সেটি নর্দমায় লুকিয়ে ছিল। সেখান থেকেই উদ্ধার করা হয়েছিল তাকে। দেহ সংরক্ষণের পর তার চামড়া দেওয়া হয় ডারউইন জাদুঘরকে। কোরনার কড়াকড়ি শিথিল হওয়ার পর এখন সেটিকে রাখা হয়েছে গ্যালারিতে।
Post a Comment
Thank You for your important feedback