আগামী সপ্তাহের প্রথম দিকেই করোনা ভ্যাকসিন নেবেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার আমেরিকার এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রকাশ্যেই তিনি এই ভ্যাকসিন নেবেন।
উল্লেখ্য, বুধবার জো বাইডেন ভ্যাকসিন নেওয়া প্রসঙ্গে ডেলাওয়্যারের উইলমিংটনে সাংবাদিকদের জানান, তিনি কখনই অগ্রাধিকার পেতে চান না। তবে ভ্যাকসিন নিয়ে আমেরিকাবাসীর দ্বন্দ্ব দূর করতে এবং তা যে নিরাপদ তার জন্যই তিনি এই পদক্ষেপ নেবেন। বাইডেন বলেন, আমি যখন ভ্যাকসিন নেব, তা প্রকাশ্যেই করব। যাতে সকলেই তা দেখতে পারেন।
ইতিমধ্যে আমেরিকার তিন প্রাক্তন রাষ্ট্রপতি- বিল ক্লিনটন, জর্জ ডব্লু বুশ এবং বারাক ওবামা জানিয়েছেন তাঁরা প্রকাশ্যেই ভ্যাকসিন নেবেন। দেশের নাগরিকদের আশ্বস্ত করতেই তাঁদের এই সিদ্ধান্ত। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভ্যাকসিনটি নিতে পারেন। তবে তার সময় নির্ধারণের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও শুক্রবার টিকা নেবেন বলে জানা গেছে।
চলতি সপ্তাহে সোমবারই ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিনের প্রথম ডোজের ইনজেকশনের ব্যবস্থা করা হয়েছিল আমেরিকায়। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী এবং প্রবীণদের ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ আমেরিকার খাদ্য ও ওষুধমন্ত্রক এই ভ্যাকসিনটি গত সপ্তাহে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়ার পরই ওই ভ্যাকসিনের প্রথম ডোজ সব প্রদেশে পৌঁছে দেওয়া হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback