কাবুলে রকেট হামলায় নিহত ১

পরপর রকেট হামলায় কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। ঘটনায় নিহত ১, আহত হয়েছেন আরও দুজন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল থেকেই পরপর রকেট হামলা হয়। একমাসেরও কম সময়ের ব্যবধানে কাবুলে এরকম হামলা দ্বিতীয়বার। জানা যাচ্ছে এই হামলায় জখম হয়েছেন অনেকেই, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 


মন্ত্রকের তরফে তারিক আরিয়ান জানান, কাবুলের কাছে লাবে জার এলাকা থেকে ১০ টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তারমধ্যে তিনটি রকেট কাবুল বিমানবন্দরের কাছে এবং সাতটি জনবসতিপূর্ণ এলাকায় ফেটেছে। তবে এখনও পর্যন্ত কোনও সংগঠনই এই হামলার কথা স্বীকার করেনি, এমনকি হামলার দায় অস্বীকার করেছে তালিবানও।   



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post