বিমানেই জন্মদিনের কেক কাটলেন রজনীকান্ত

 


রবিবারই ছিল দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের জন্মদিন। কিন্তু এই মূহূর্তে চূড়ান্ত ব্যস্ত রজনীকান্ত। একদিকে শ্যুটিং অন্যদিকে রাজনৈতিক দলের সংগঠন। ফলে জন্মদিনের কেক কাটা নিয়ে চিন্তায় ছিলেন থালাইভার দুই কন্যা। অবশেষে কেক কাটা হল, সেটাও আবার গ্র্যান্ড সেলিব্রেশনের মাধ্যমে চাটার্ড বিমানেই। একটি সিনেমার শ্যুটিংয়ের জন্য হায়দরাবাদ উড়ে যাচ্ছিলেন রজনীকান্ত। সঙ্গে ছিলেন দুই মেয়ে ঐশ্বর্য ও নয়নতারা। কিন্তু বিমান মাটি ছেড়ে আকাশে উড়তেই চমক পেলেন দক্ষিণের সুপারস্টার। তাঁর সামনে কেক নিয়ে হাজির হলেন বিমানের ক্রু মেম্বাররা। তাঁরা আগেভাগেই তৈরি ছিলেন রজনীকান্তের জন্মদিন পালন করার জন্য। ফলে আকাশেই বিমানের ভিতর হইহই করে কেক কেটে ৭০তম জন্মদিন পালিত হল রজনীকান্তের। আর হাসিমুখে কেক কেটে বিমানের ক্রু মেম্বারদের ধন্যবাদ জানাতে ভুললেন না তিনি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post