প্রতিশ্রুতিই সার। প্রায় চারমাস হয়ে গেলেও আজও সরকারি সাহায্য থেকে বঞ্চিত ভাঙন কবলিত এলাকার মানুষ। ভিটেমাটি হারিয়ে আধপেটা খেয়েই দিন কাটছে গ্রামবাসীর। বারবার আশ্বাস দিলেও কাজের কাজ না হওয়ায় ক্ষোভ জমেছে সামসেরগঞ্জ থানা এলাকার মানুষের মনে।
চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে ভয়াবহ ভাঙন শুরু হয় সামশেরগঞ্জের ধানঘরা, হিরানন্দপুর, কামালপুর, নতুন শিবপুর (ভাঙা লাইন), লোহরপুর সহ বিস্তীর্ণ এলাকায়। ভাঙনে ভিটে-মাটি হারিয়েছেন প্রায় ১০০০টি পরিবার। বাধ্য হয়ে রাস্তার পাশে কিংবা স্কুলে মাথা গোঁজার ঠাঁই হয়েছে তাঁদের। অভিযোগ, এলাকার সাধারণ মানুষের তরফ থেকে কিছু সাহায্য পেলেও সরকারের তরফ থেকে কোনও সাহায্যই পাননি তাঁরা।
তাঁদের দাবি, ভাঙনের পর স্থানীয় বিধায়ক সহ এলাকার বিডিও সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনও কাজের কাজ কিছুই হয়নি। এমনকী তিনবেলা ঠিকমতো খাবারও পান না তাঁরা। বাধ্য হয়ে কেউ কেউ ভিন রাজ্যে কাজ করতে গিয়েছেন বলেও জানা গেছে। যদিও অভিযোগ নিয়ে মুখ খোলেননি সামশেরগঞ্জের বিডিও সহ এলাকার বিধায়ক। কবে মিলবে সাহায্য, তার অপেক্ষাতেই রয়েছেন অসহায় গ্রামবাসী।
Post a Comment
Thank You for your important feedback