ফোন মমতাকে, রাজ্যে প্রচারে আসতে আগ্রহী শারদ পাওয়ার

বহিরাগত ইস্যুতে বঙ্গ বিজেপিকে বিঁধছেন তৃণমূল নেতারা। তাঁদের কটাক্ষ, বিজেপির কেন্দ্রীয় নেতারা এ রাজ্যে আসছেন সংগঠন সাজাতে। অমিত শাহ কিন্তু আজ পরিষ্কার জানিয়েছেন কোনও বাঙালি নেতাই হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এই রাজ্যে প্রচারে আসতে চাইছেন ভারতীয় রাজনীতির ‘ভীষ্ম’ শারদ পাওয়ার। এনসিপি নেতা রবিবার ফোন করেন মুখ্যমন্ত্রীকে। তাতেই তিনি কৃষক আন্দোলন থেকে শুরু করে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। এমনকি আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধী ঐক্য দেখাতে তিনি এই রাজ্যে প্রচারেও আসতে চেয়েছেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি তৃণমূলের দাবি, IPS বদলি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমত হয়েছেন দিল্লি, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীরাও। 


রাজনৈতিক বিশেষজ্ঞদের কথায়, কংগ্রেস যত দুর্বল হয়েছে ততই শক্তি বৃদ্ধি করছে বিজেপি। তবুও এই রাজ্যে ভিন রাজ্যের নেতাদের এনে সংগঠন তৈরি করতে হচ্ছে বিজেপিকে। এই খোঁচা বঙ্গ বিজেপিকে অনবরত দিয়ে চলেছেন তৃণমূলের নেতা-নেত্রীরা। কিন্তু বিজেপির ভোট কাণ্ডারি অমিত শাহ মনে করেন একটি সর্বভারতীয় দলের যে কোনও নেতা দলের প্রয়োজনে যে কোনও রাজ্যে যেতেই পারেন। অথচ সেটাকেই প্রচার হিসাবে তুলে ধরছে তৃণমূল। কিন্তু এখন সর্বভারতীয় বিরোধী নেতারা যদি এ রাজ্যে প্রচারে আসেন তবে অবাঙালি তত্ব কি টিকিয়ে রাখতে পারবে শাসকদল? কারণ আগামী জানুয়ারিতে কলকাতায় আঞ্চলিক দলগুলিকে নিয়ে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় থাকতে পারেন শরদ পাওয়ার।



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post