দক্ষিণ কোরিয়ার নকল সূর্য

দক্ষিণ কোরিয়ার আকাশে নকল সূর্য! ১০ কোটি ডিগ্রিতে কুড়ি সেকেন্ডের জন্য এই নকল সূর্য তৈরি করে বিশ্ব রেকর্ড করল তারা। আসল সূর্যের গভীরে তাপমাত্রা থাকে ১ কোটি ৫০ লাখ ডিগ্রি সেলসিয়াস। 

দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা একটি সুপার কন্ডাক্টর একীকরণ বা ফিউশন (superconducting fusion device) যন্ত্রে পরীক্ষার জন্য এই নকল সূর্য তৈরি করেছেন। এজন্য তাঁরা হাইড্রোজেন থেকে প্লাজমা নিয়েছেন। পদার্থের একটি উপাদান এটি। তাতে ব্যবহৃত হয়েছে উত্তপ্ত আইওন (hot ion)। তার উত্তাপ দাঁড়ায় ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস। আইওন ধরে রাখতে এই অবিশ্বাস্য তাপ প্রয়োজন।

বিজ্ঞানীরা ওই তাপে নকল সূর্যকে কুড়ি সেকেন্ড ধরে রেখে বিশ্ব রেকর্ড তৈরি করেছেন। গত ২৪ নভেম্বর এই পরীক্ষা করেন তাঁরা। সহযোগিতায় ছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। কোরিয়ার বিজ্ঞানী সি উ উন বলেন, দীর্ঘস্থায়ী প্লাজমার জন্য এই গবেষণা ছিল গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের পারমাণবিক ফিউশনের জন্য তা দরকারি।

আগের বছর ফিউশন স্থায়ী হয়েছিল ৮ সেকেন্ড। ২০১৮ সালে প্রথম তাপ ১০ কোটি ডিগ্রিতে পৌঁছনো সম্ভব হয়েছিল। তা মাত্রই দেড় সেকেন্ড স্থায়ী হয়েছিল। ২০০৮ সালে দক্ষিণ কোরিয়া প্রথম ফিউশন তৈরি করতে পেরেছিল। ২০২৫ সালের মধ্যে ফিউশনের স্থায়িত্ব ৩০০ সেকেন্ড করার লক্ষ্য রয়েছে তাঁদের। অন্য দেশও ১০ কোটি ডিগ্রির তাপের এই ফিউশন তৈরি করতে পারলেও তা ছিল একেবারেই অল্প সময়ের জন্য। এমাসের গোড়ায় চিন তার নকল সূর্য তৈরি করেছিল। তবে তার তাপমাত্রা ছিল ১৫ কোটি ডিগ্রি সেলসিয়াস। তা ছিল দশ সেকেন্ড স্থায়ী।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم