‌স্পুতনিক ফাইভ ভ্যাকসিন নেবেন পুতিন

খুব শীঘ্রই করোনার ভ্যাকসিন নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়াই করোনার ভ্যাকসিন ‌স্পুতনিক ফাইভ-এর কথা  ঘোষণা করেছিল। নানা জল্পনা ও বিতর্কের মাঝেই আগস্ট মাসে পুতিন জানিয়েছিলেন রাশিয়ার তৈরি স্পুতনিক ফাইভ নিরাপদ এবং সুরক্ষিত। এমনকী শুরুর দিকেই ভ্যাকসিন অনুমোদনের সময় জানানো হয় প্রেসিডেন্ট পুতিনের মেয়েও একটি ট্রায়াল শট নিয়েছেন। তবে রাশিয়ার দেওয়া অপর্যাপ্ত ট্রায়াল ডেটার অভাবের কারণেই স্পুতনিক ভি-এর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক স্তরে বেশ কিছু প্রশ্ন উঠেছে। জানা গেছে, এখনও স্পুতনিক ভি-এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ হয়নি। 

রবিবারই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানিয়েছেন, ভ্যাকসিন না নেওয়ার কোনও কারণ নেই। সব প্রক্রিয়া শেষ হলেই প্রেসিডেন্ট পুতিন সেটি নেবেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ডিসেম্বরের শুরু থেকেই রাশিয়ায় নাগরিকদের জন্য শুরু হয়েছে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। প্রথমে ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও সোমবার থেকেই তা তুলে নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই প্রকাশ্যে করোনা ভ্যাকসিন নিয়েছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট  জো বাইডেন, এবং ভাবী ফার্স্ট লেডি জিল বিডেন, আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স, ইজরায়েলের প্রধানমন্ত্রী সহ বহু রাষ্ট্র নেতা। এবার সেই তালিকায় নাম লেখাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم