দাউদাউ করে জ্বলে উঠল যাত্রীবোঝাই বাস, জীবন্ত দগ্ধ ৬

আজমেঢ় থেকে তীর্থ সেরে একটি বাসে চেপে বাড়ি ফিরছিলেন ২৫ জনের একটি তীর্থযাত্রীর দল। কিন্তু পথের এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ১৭ জন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জালোর জেলার মহেশপুরের কাছে। রাজস্থান পুলিশ এবং সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, রাস্তার উপর হাই টেনশন বিদ্যুতিন তারে বাসটি আটকে গিয়ে দাউদাউ করে জ্বলে ওঠে তীর্থযাত্রী বোঝাই বাসটি। মুহূর্তের মধ্যে পুরো বাস আগুনের গ্রাসে চলে আসে। বাসের চালক ও সহকারি সহ ৬ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছেন বলেই জানা গিয়েছে। আরও ১৭ জনকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে যোধপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জালোরের অতিরিক্ত জেলাশাসক ছগনলাল গয়াল জানিয়েছেন, মান্ডোলি থেকে বেওয়ার উদ্দেশে যাত্রা করা বাসটি রাস্তা হারিয়ে ফেলেছিল। পরে গুগল ম্যাপ দেখে গন্তব্যে যাওয়ার চেষ্টা করতে গিয়ে একটি সরু রাস্তায় ঢুকে পড়ে বাসটি। সে সময় তার ওপর ইলেকট্রিক তার এসে পড়ে। ফলে মুহূর্তে জ্বলে যায় গোটা বাস।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.