বাংলায় এবারের পদ্মশ্রী সাতজন

বাংলায় পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ, টেবল টেনিস খেলোয়াড় মৌমা দাস সহ ৭ জন। রাজ্য থেকে কেউই পদ্মবিভূষণ বা পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন না। পদ্মশ্রী পাচ্ছেন কামতাপুরী ভাষাবিদ ধর্মনারায়ণ বর্মা। শান্তিপুরের তাঁতশিল্পী বীরেনকুমার বসাক, বর্ধমানের শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় ও জগদীশচন্দ্র হালদার। সুজিতবাবু বছরে মাত্র ২ টাকার বিনিময়ে নিজের বাড়িতেই পড়ান প্রায় ৩০০ ছাত্রছাত্রীকে ।

এবারের পদ্মবিভূষণ পাচ্ছেন দক্ষিণী সঙ্গীতকার এস পি বালসুব্রহ্মণ্যম। জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে। পদ্মভূষণ পাচ্ছেন অসমের প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান, লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন, প্রয়াত ইসলামি পণ্ডিত কালবে সাদিক। সবমিলিয়ে ৭টি পদ্মবিভূষণ, ১০টি পদ্মভূষণ ও ১০২টি পদ্মশ্রী পুরস্কার ঘোষণা হয়েছে এবার। তাঁদের মধ্যে ২৯ জন মহিলা, ১০ জন বিদেশে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত, ১৬ জন প্রয়াত ও ১ জন রূপান্তরকামী। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post