ট্র্যাক্টরে চেপে পদত্যাগপত্র জমা হরিয়ানার বিধায়কের

সবুজ ট্র্যাক্টরে চেপে স্পিকারের কাছে গিয়ে হরিয়ানা বিধানসভা থেকে পদত্যাগ করলেন অভয় সিং চৌতালা। বুধবার তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। ২ সপ্তাহ আগেই তিনি ঘোষণা করেছিলেন, কেন্দ্র যদি প্রজাতন্ত্র দিবসের আগে কৃষি আইন প্রত্যাহার না করে, তবে তিনি বিধায়ক পদে ইস্তফা দেবেন। 

হরিয়ানার এলেনাবাদ কেন্দ্রে থেকে নির্বাচিত অভয়। তিনিই তাঁর দলের একমাত্র বিধায়ক। চণ্ডীগড়ের বিধানসভা কমপ্লেক্সে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। তাঁর বিধানসভা কেন্দ্র পুরোটাই কৃষকপ্রধান। কৃষক আন্দোলনের পর তাঁর ওপর পদত্যাগের চাপ বাড়ছিল। কৃষকদের চাপের মধ্যে রয়েছেন উত্তর ভারতের বেশিরভাগ নেতাই। কৃষকদের প্রতি তাঁদের সমর্থন দেখানোর জন্যই এই চাপ আরও বাড়ছে। 

এর আগে স্পিকার জ্ঞানচাঁদ গুপ্তার কাছে চিঠি লিখে অভয় জানিয়েছিলেন, কেন্দ্র আইন বাতিল না করলে সেই চিঠিই যেন পদত্যাগপত্র বলে ধরে নেওয়া হয়। বিবেকের ডাকে আর তিনি চুপ করে থাকবেন না। ৬০ দন ক-ষকের মৃত্যুর পরও কেন্দ্র তাঁদের দাবিতে কর্ণপাত করছে না। স্পিকার জানিয়েছেন, অভয়ের পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post