গৃহঋণে সুদ ছাড় দিচ্ছে SBI, জানুন কারা পাবেন সুবিধা

করোনা আবহে রোজগার কমেছে বহু ভারতবাসীর। দৈনন্দিন খরচ চালাতে নাভিশ্বাস মানুষের। সে কারণে ঋণ নিতে গিয়েও সমস্যা হচ্ছে অনেকের। গৃহঋণের ক্ষেত্রে সুদে ছাড় দেওয়ার পরিধি আরও বাড়ালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। গ্রাহকের সিবিল নম্বর খতিয়ে দেখে সুদে ৩০ বেসিস পয়েন্ট অবধি ছাড় দেওয়া হবে জানিয়ে দিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক। এমনকি গ্রাহকদের প্রসেসিং ফিও দিতে হবে না। আগামী মার্চ থেকে এই পদ্ধতি শুরু হবে বলেই জানিয়েছে স্টেট ব্যাঙ্ক। এই বিষয়ে সারা ভারত থেকে কয়েক হাজার আবেদন নাকি জমা পড়েছে বিভিন্ন ব্রাঞ্চে। এবার তাই নড়েচড়ে বসেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক ও তার পরিষেবা সংস্থাগুলি।

প্রসঙ্গত সিবিলের খাতায় প্রতি মাসে গ্রাহকের ঋণের হিসাব জমা দেয় ঋণদাতা সংস্থাগুলি। প্রত্যেক মাসে ওই তথ্যগুলি পরীক্ষা এবং যাচাই করা হয়ে থাকে। এরপর যাচাই করা ঋণগ্রহীতাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট রিপোর্ট তৈরি করে সিবিল। রিপোর্টে গ্রাহক কতটা সঠিক পদ্ধতি মেনে চলছে তার উপর এই নম্বর দেওয়া হয়। এই নম্বর ৩০০- ৯০০ র মধ্যে থাকে। মোটামুটি ৭০০ নম্বর পেলে ফের ঋণ পাওয়ার রাস্তা প্রশস্ত হয় গ্রাহকদের। তবে যার নম্বর যত বেশি, তিনি তত বেশি ঋণ পেতে পারেন। এবার সিবিল স্কোর দেখে সুদে ছাড় দেওয়ার কথা ঘোষণা করল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক এসবিআই।         

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.