সিডনির টেস্টের থেকেও কঠিন ছিল ১৯৮১ র দ্বিতীয় টেস্ট

সোমবার শেষদিনে দুর্দান্ত ম্যাচ বাঁচালো ভারত। সমস্ত গোলাগুলি মার্কা বল সামলালেন হনুমা বিহারি এবং অশ্বিন। শেষ বেশ কয়েকটি ওভার ঠুকে ঠুকে ম্যাচ শেষ করলেন তাঁরা। কিন্তু এর থেকেও কঠিন ছিল ৪০ বছর আগে এই অট্রেলিয়ার বিরুদ্ধে গাভাসকরের ভারত। সেটা ছিল অ্যাডিলেডের দ্বিতীয় টেস্ট। প্রথম ব্যাট করে রানের পাহাড় তোলে গ্রেগ চ্যাপেলের অস্ট্রেলিয়া, করে ৫২৮ রান, প্রথম ইনিংসে তার উত্তরে করে ৪১৯। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ৬ উইকেটে ২২১ করে ইনিংস ডিক্লিয়ার করেন গ্রেগ। মনে রাখতে হবে তখন অস্ট্রেলিয়া দলে বোলার ছিলে লিলি, হগ,পাসকোর মতো বিশ্বত্রাস ফাস্ট বোলার।

দ্বিতীয় ইনিংসে জিততে গেলে ভারতকে করতে হতো ৫২৮ রান, যা শেষদিনে অসম্ভব ছিল। ব্যাট করতে নেমে গাভাসকর, চৌহান, বিশ্বনাথ, বেঙ্গসরকার, সন্দীপ পাতিল, কপিল পরপর আউট হয়ে যান। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরে ০-১ পিছিয়ে ছিল ভারত, এই ম্যাচ হারলে ভারত হারাত টুর্নামেন্ট ট্রফি। কারণ তিন টেস্টের সফর ছিল সেবার। শেষপর্যন্ত ম্যাচ বাঁচান যশপাল শর্মা ও কিরমানির জুটি প্রথমে। যশপাল ১৫৭ বল খেলে ১৩ রান করেন এবং কিরমানি ৮১ বল খেলে ১৪ রান করেন। কিন্তু দুজনেই ৭ ওভার থাকতে আউট হয়ে যান। নামেন কারসন ঘাউরি ও শিবলাল যাদব। দমবন্ধ করা সেই টেস্ট তাঁরা বাঁচিয়ে ড্র করেন। শেষ টেস্টে জিতে অবশ্য সমতা ফিরিয়ে আনে ভারত।           


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.