কেরালা ম্যাচের আগেই এসসি ইস্টবেঙ্গলে লোনে এলেন অজয় ছেত্রী

শুক্রবারই আইএসএলে কেরালা ব্ল্যাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামছে চনমনে এসসি ইস্টবেঙ্গল। তার আগেই সুখবর এল লাল হলুদ শিবিরে। বেঙ্গালুরু এফসি থেকে লোনে এসসি ইস্টবেঙ্গল সই করাল তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার অজয় ছেত্রীকে। ক্লাবের অফিসিয়াল টুইটার হ্যন্ডলে এর সত্যতাও স্বীকার করে নেওয়া হয়েছে। ফলে এদিনের ম্যাচেই মাঠে নেমে পড়তে পারে তরুণ এই ফুটবলার। উল্লেখ্য, নতুন বছরে ট্রান্সফার উইন্ডো চালু হতেই ৯ ফুটবলার ছেড়ে দেন লাল-হলুদ হেড কোচ রবি ফাওলার। এরপর তিনি ক্লাবকর্তাদের জানান, কয়েকজন তরুণ অথচ লড়াকু ফুটবলার দলে নিতে চান। এরপরই এসসি ইস্টবেঙ্গল কর্মকর্তারা যোগাযোগ শুরু করেন চলতি আইএসএলে সেভাবে সুযোগ না পাওয়া প্রতিশ্রুতিমান ফুটবলারদের সঙ্গে। ফলে ইস্টবেঙ্গল দলে পায় অঙ্কিত মুখোপাধ্যায়, রাজু গায়কোয়াডকে। এবার তাঁরা তুলে নিল বেঙ্গালুরুর অজয় ছেত্রীকে। আর লাল-হলুদে যোগ দিয়ে উচ্ছ্বসিত অজয়। তিনি জানিয়ে দিলেন, ‘লাল-হলুদ জার্সি গায়ে চাপিয়ে প্রত্যেক ফুটবলারের স্বপ্ন থাকে। এতদিনে স্বপ্নপূরণ হল। এবার দলের স্বার্থে নিজেকে উজাড় করে দিতে চাই’। 

অপরদিকে, লিভারপুলের কিংবদন্তি স্ট্রাইকার তথা ইস্টবেঙ্গলের বর্তমান কোচ রবি ফাওলারও খুশি অজয়কে দলে পেয়ে। তিনি জানিয়েছেন, ‘আমাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অজয়ের মতো তরুণ রক্তের প্রয়োজন ছিল। আশাকরি ও নিজেদের জাত চেনাবে’। শুক্রবার ইস্টবেঙ্গলের খেলা কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। আগের পর্বে শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র করতে হয়েছিল ফাওলারদের। সেই ম্যাচের তিক্ত অভিজ্ঞতা ভুলেই নতুন করে এদিন মাঠে নামতে চান ইস্টবেঙ্গল কোচ। এরমধ্যে দলে যোগ দিয়েছেন ব্রাইট এনবাখরে। তিনি আসায় দলের শরীরী ভাষাই পরিবর্তন হয়েছে। দলও জয়ের সরণীতে ফিরেছে। সূত্রের খবর, চোটের জন্য শেষ দুই ম্যাচ না খেলা পিলকিংটন পুরোপুরি সুস্থ। তিনিও এদিন খেলতে পারেন। ফলে আজ প্রথম থেকেই গোলের জন্য ঝাঁপাতে পারে লাল হলুদ কোচ। 





Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post