ফের সংঘর্ষ সীমান্তে, জখম ২০ চিনা, ৪ ভারতীয় সেনা

ভারত-চিন সীমান্তে ফের উত্তেজনা। উত্তর সিকিমের নাকু লা সীমান্তে চিনা আগ্রাসনের চেষ্টা রুখে দিয়েছেন ভারতীয় সেনারা। গত সপ্তাহে চিনা সেনারা নাতু লায় ঢুকতে গেলে কড়া চ্যালেঞ্জের মুখে পড়ে। তারপরই শুরু হয় হিংসাত্মক সংঘর্ষ। তবে কোনও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। সংঘর্ষে দুই তরফেরই কয়েকজন জখম হয়েছে। ২০ জন চিনা সেনা আর ৪ জন ভারতীয় সেনা আহত হয়েছে। তবে চিনাদের আটকে দিতে সফল হয়েছে ভারতীয় সেনাবাহিনী। এখনও সীমান্তে উত্তেজনা রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

সীমান্তে উত্তেজনা কমাতে দুই দেশের সামরিকবাহিনীর মধ্যে ১৫ ঘণ্টার নবম বৈঠকের একদিন পরেই এই ঘটনার কথা সামনে এসেছে। পূর্ব লাদাখের চোশুলের বিপরীতে মলদোয় বৈঠকটি হয়েছে। এই আলোচনার মধ্যেই প্রায় লাখখানেক সেনা মোতায়েন রয়েছে দুই পক্ষেরই। তারা দীর্ঘমেয়াদের প্রস্তুতি নিয়েই রয়েছে। গতবছরের ১৫ জুন গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ঘের পর এই ঘটনা। ফলে উদ্বেগ বেড়েছে সবারই। গালওয়ান উপত্যকার সেই সংঘর্ষে মারা গিয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। সেটাই ছিল পাঁচদশকের মধ্যে প্রথম সংঘর্ষের ঘটনা।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post