দুর্বল ডিফেন্স, নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হারল এটিকে-মোহনবাগান

এই ম্যাচ জিতলে আইএসএল লিগ শীর্ষে থাকা মুম্বই এফসির থেকে ব্যবধান কমাতে পারত হাবাসের এটিকে-মোহনবাগান। কিন্তু দুর্বল ডিফেন্সের জন্য জন আব্রাহামের নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে ১-২ গোলে হারল এটিকে-মোহনবাগান। ফলে ব্যবধান আরও কমে গেল লিগ শীর্ষে থাকা দুই দলের মধ্যে। মঙ্গলবার ম্যাচ জিততে শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়েছিল রয় কৃষ্ণরা। কিন্তু কিছু সময়ের পর পাল্টা আক্রমণে আসতে শুরু করে খালিদ জামিলের ছেলেরা। ফলে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে প্রথমার্ধ, যদিও গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথম ৪৫ মিনিট। 

দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় এটিকে-মোহনবাগানের স্ট্রাইকাররা। কিন্তু পাল্টা আক্রমণে গোল তুলে নেয় নর্থ ইস্ট। ম্যাচের ৬০ মিনিটে কলকাতার দলটির দুই ডিফেন্ডার প্রীতম কোটাল ও সন্দেশ ঝিঙ্গনের ভুলে গোল করেন নর্থ ইস্টের স্ট্রাইকার লুইস মাচাদো। যদিও ১২ মিনিট পরই রয় কৃষ্ণ গোল করে ম্যাচের সমতা ফেরায়। কিন্তু ম্যাচের ৮১ মিনিটেই সেই ডিফেন্সিভ ভুলে গোল হজম করে এটিকে মোহনবাগান। এবার গোল করেন ফেডরিকো গ্যালেলো। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি এটিকে-মোহনবাগান। ফলে ২-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেড। এই ম্যাচ হারার পর মুম্বইয়ের থেকে ৬ পয়েন্টে পিছিয়ে গেল হাবাসের দল। আপাতত ১৩ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে দুই নম্বরেই থেকে গেল এটিকে মোহনবাগান।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post