মোহনবাগানের পর এবার ATK সমর্থকদের ৬ দফা দাবি



বেশ কয়েক দিন ধরেই মোহনবাগান সমর্থকদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ চলছে। প্রথমে সোশাল মিডিয়ায়, পরে প্রতিবাদের ঝড় নেমে এসেছিল রাস্তায়। মেরিনার্সরা মোহনবাগান ক্লাব এবং ধর্মতলার সিইএসসির হেড অফিস ভিক্টোরিয়া হাউসের সামনে ‘Remove ATK’ ব্যানার দেখিয়ে এটিকের সঙ্গে সংযুক্তিকরণ সহ একাধিক বিষয়ে বিক্ষোভ দেখায়। এবার এটিকে সমর্থকরাও রাস্তায় নামল। তাঁদের দাবি, মোহনবাগানের সঙ্গে সংযুক্তিকরণের পর হারিয়ে যাচ্ছে এটিকের অস্তিত্ব। ফলে দুটি ক্লাবের সংযুক্তির পরও দুই ক্লাবের সমর্থকদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ কমার লক্ষণ নেই। উল্লেখ্য, এবারের আইএসএলে শতাব্দীপ্রাচীন মোহনবাগান ক্লাব এবং আইএসএলে কলকাতার ক্লাব এটিকে সংযুক্তি ঘটেছে। নতুন নাম হয়েছে এটিকে-মোহনবাগান। 


এই সংযুক্তি মোহনবাগান ক্লাবের সভ্য-সমর্থকদের একটা বড় অংশ মেনে নিতে পারেননি। তাঁদের মূল বক্তব্য, মোহনবাগান নামেই মাঠে নামবে দল, নামের আগে থেকে  ‘এটিকে’ শব্দটি সরিয়ে নিতে হবে। এবার পাল্টা ময়দানে নামলেন ATK সমর্থকরা। তাঁরা খোলা চিঠি লিখে প্রতিবাদ জানালেন। এটিকে-মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষের উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে বলা হয়েছে, আমরা আপনাকে মনে করিয়ে দিতে চাই আমরা হলাম সেই ভুলে যাওয়া সমর্থক যারা যে কোনও পরিস্থিতিতে এটিকে দলকে সমর্থন করে এবং ক্লাবের পাশে থাকে। আপনাকে সোশ্যাল মিডিয়াতে যারা বিদ্রুপ করে তাদের সাথেও আমরা লড়ি। তবে এখন এই পরিস্থিতিতে আমরা কেন এটিকে- কে সমর্থন করবো? আপনার উপরে বিশ্বাস করেছিলাম। আশা করেছিলাম আপনি এটিকে ক্লাবকেও সমান গুরুত্ব দেবেন।


ATK সমর্থকদের দাবিগুলি হল -

) এটিকের সঙ্গে যুক্ত করা যাবে না মোহনবাগানের নাম।

) এটিকে ক্লাবকে আবার নতুন ভাবে রেজিস্ট্রার করা হোক, যারা সব মরশুমেই আইএসএল খেলবে

) তাদের প্রিয় দলের জার্সির রঙ ফেরত আনতে হবে, যে জার্সিতে এটিকে খেলত অর্থাৎ লাল-সাদা জার্সি।

) জয় মোহনবাগান বা মেরিনার্স বলা যাবে না, সেটা এটিকে সমর্থকদের পরিচয় নয়। তাঁরা এই ধরণের নাম শুনতে চায় না।

) চ্যাম্পিয়নশিপের থ্রি স্টার ফিরিয়ে আনতে হবে। সমর্থকরাও সেই থ্রি স্টারের অধিকারী।

) এটিকে ক্লাবের চ্যাম্পিয়ন ট্যাগ ফিরিয়ে আনতে হবে, সমর্থকরাই দলের দ্বাদশতম ব্যক্তি।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post