বাইক দুর্ঘটনায় মৃত সাংবাদিক, গুরুতর আহত আরেক সাংবাদিক

বাইক দুর্ঘটনায় মারা গেলেন তরুণ সাংবাদিক সোহম মল্লিক। তাঁর সতীর্থ আরেক পরিচিত সাংবাদিক ময়ূখরঞ্জন ঘোষ গুরুতর জখম। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে তাঁদের মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে মোটরবাইকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহমের। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় ময়ূখকে। 

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টে নাগাদ মোটরবাইকে যাচ্ছিলেন সোহম এব‌ং ময়ূখ। দক্ষিণ কলকাতার লর্ডসের মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। দু’জনকে তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সোহমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ময়ূখকে সেখান থেকে মল্লিকবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর মাথায় গুরুতর চোট রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ময়ূখের একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে বলে চিকিৎসকদের আশঙ্কা। মৃত সোহম মল্লিকের বাড়ি ঝাড়খণ্ডে। আগামী মাসেই বিয়ে ঠিক হয়েছিল তাঁর। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.