এরিকের গোলে ওডিশার বিরুদ্ধে হার বাঁচল বেঙ্গালুরুর

আইএসএলের রবিবাসরীয় লড়াইয়ে লিগ টেবিলের শেষে থাকা ওডিশা এফসির বিরুদ্ধে মাঠে নেমেছিল  বেঙ্গালুরু এফসি। তবে ওডিশাকে হারাতে ব্যর্থ সুনীল ছেত্রীর দল। শেষ মুহূর্তে এরিক পার্টালুর গোলে কোনওরকমে হার বাঁচল বেঙ্গালুরু এফসির। ম্যাচ শেষ হয় ১-১ গোলে। 

এদিনের ম্যাচের শুরুটা ভালোই করেছিল ওডিশা এফসি। ছোট ছোট পাস খেলে আক্রমণে উঠে আসে ওডিশা, কার্যত ম্যাচের প্রথম ১০ মিনিট কোণঠাসা করে ফেলেছিলেন সুনীলদের। তার মধ্যেই  ৮ মিনিটের মাথায় মাইকেলর দুরন্ত ক্রসকে ঠেলে দিয়ে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দিয়েগো মৌরিসিও। প্রথমার্ধে সমতা ফেরানোর চেষ্টা চালায় বেঙ্গালুরু। সুযোগ পেলেও তা নষ্ট করেন সুনীল ছেত্রীরা। অন্যদিকে তেকাঠির নীচে দাঁড়িয়ে ব্যবধান বাড়াতে দেননি বেঙ্গালুরুর গোলকিপার গুরপ্রীতও। হাল ছাড়তে নারাজ ছিল বেঙ্গালুরু। দ্বিতীয়ার্ধের শুরু  থেকে আক্রমণে ঝাঁঝ বাড়াতে শুরু করে তাঁরা। প্রতিবারই বেঙ্গালুরু স্ট্রাইকারদের আক্রমণকে প্রতিহত করে দেয় ওডিশার রক্ষণভাগ। যদিও ৮২ মিনিটে বেঙ্গালুরু আক্রমণের সামনে মাথা নত করে ওডিশা রক্ষণ। ক্লেইটন সিলভার কর্নার থেকে হেডে বল জড়ান এরিক পার্টালু। তাঁর গোলেই সমতায় ফেরে বেঙ্গালুরু। ৮৫ মিনিটে ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগটি হাতছাড়া করেন সুনীল ছেত্রী। ফলে ম্যাচ ড্র করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের লাস্ট বয় ওডিশা এফসি। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post