শিশুকন্যার প্রতীক পথের পাঁচালির "দুর্গা"

আজ জাতীয় শিশুকন্যা দিবস। আমাদের দেশে খুঁজলেই প্রতিদিনই কোনও না কোনও 'বিশেষ দিন' থাকে এবং দিনটিকে অস্বীকারও করা যাবে না। আজ কেন্দ্রের 'বেটি বাঁচাও..' কিংবা রাজ্যে 'কন্যাশ্রী' নিয়ে ঢালাও প্রচারের দিন কিন্তু তবুও খোঁজ করলেই জানা যায় যে কোথাও ফাঁক থেকে রয়েছে। সত্যজিৎ রায়ের প্রথম ছবি 'পথের পাঁচালি' এমনি এক প্রতীক। এ ছবিতে হরিহর পণ্ডিত এবং সর্বজয়ার এক ছেলে, এক মেয়ে। অতি গরিব পরিবার তাদের কিন্তু ছবির শুরুতেই দেখা যায় শিশুকন্যা, যে প্রথম সন্তান তাদের, দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার ভাইয়ের ধরাধামে আসার জন্য। কাট টু - দুর্গাকে দিয়ে তার মা ঝাড়ু দিয়ে উঠোন পরিষ্কার করাচ্ছে, অন্যদিকে অপু পাঠশালায় যাচ্ছে।

নির্মম সত্যটাই তুলে সত্যজিৎ দেখিয়েছিলেন যে, এটাই কঠিন বাস্তব মেয়েরা ঘর সামলাবে পড়াশুনা তাদের জন্য নয়। ঋত্বিক ঘটকও 'সুবর্ণরেখা'তে ওই একই বিষয় তুলে ধরেছিলেন। কিন্তু আজকের মেয়েরা অনেক এগিয়ে, তারা দেশ থেকে রাজ্য চালান কিন্তু তার মধ্যেই খুঁজলে একটা দুর্গাকে খুঁজে পাওয়া যাবে প্রতি মহল্লার দরিদ্র অঞ্চলে।          


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم