‘পথ ভুলে ভারতে’, চিনা সেনার অনুপ্রবেশের দাবি ওড়াল চিন

পথ ভুলেই ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল চিনা সৈনিক। রাতের অন্ধকারে টহল দেওয়ার সময় পথ ভুলেই ভারতে চলে আসে ওই সেনা জওয়ান, এমনটাই দাবি করল চিন। চিনের পিপল্‌স লিবারেশন আর্মির পোর্টাল ‘দ্যা চায়না মিলিটারি অনলাইন’-এ প্রকাশিত একটি খবরে এমনটাই বলা হয়েছে। ওই প্রতিবদনে আরও বলা হয়েছে, চিনা সেনা জওয়ানের নিখোঁজের খবর ভারতীয় বাহিনীকেও দেওয়া হয়েছিল। তার ঘন্টাদুয়েকের মধ্যেই ভারতীয় সেনা উদ্ধার করে চিনা জওয়ানকে। সূত্রের খবর, চিনা প্রশাসন ভারতের কাছে নতুন করে দাবি জানিয়েছে নিয়ম মেনে তাঁকে ফেরত দিক ভারত। 

অপরদিকে ভারতীয় সেনার দাবি, ওই চিনা সৈনিককে পাকড়াও করার পর ভারতীয় সেনা ছাউনিতে নিয়ে এসে চিকিৎসা করানোর পাশাপাশি প্রয়োজনীয় শীতবস্ত্র ও সরঞ্জাম দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিয়ম মেনেই তাঁকে রাখা হয়েছে। এই পরিস্থিতিতেই চিন ভারতের কাছে আর্জি জানাল ‘ভারত ও চিনের সম্পর্কে স্থিতাবস্থা বজায় রাখতে ভারতের দ্রুত ওই জওয়ানকে ফিরিয়ে দেওয়া উচিত’। উল্লেখ্য, শুক্রবার ওই চিনা সৈনিককে পাকড়াও করে ভারতীয় সেনা। লাদাখের প্যাংগং লেকের দক্ষিণে প্রকৃত নিয়ন্ত্রন রেখার অনেকটা ভিতর থেকে উদ্ধার হয় ওই চিনা সৈনিক। তবে এই ঘটনায় দু’দেশের সম্পর্কে নতুন করে কোনও উত্তেজনা তৈরি হয়নি। ভারতও চিনা সেনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.