বাম-কংগ্রেস জোট আরও এক ধাপ এগোল। আসন ভাগাভাগি নিয়ে প্রথম দফায় ১৯৩টি আসনে চূড়ান্ত বোঝাপড়া হয়েছে বলে যৌথ সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিল বাম-কংগ্রেস। উল্লেখ্য পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন ২৯৪ আসন। এদিন দুই শিবিরের বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এবং বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানালেন, আপাতত ১৯৩ আসনে আসন রফা চূড়ান্ত হয়েছে। এরমধ্যে বামেদের ভাগে এসেছে ১০১টি আসন এবং কংগ্রেসের ভাগে ৯২টি আসন। বাকি আসনগুলি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন দুই শিবিরের নেতৃত্ব। এদিন সাংবাদিক বৈঠকে বিমান বসু আরও জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে বাম-কংগ্রেস যৌথভাবে জনসভা করবে।
প্রসঙ্গত, এদিনের বৈঠক নিয়ে বামফ্রন্ট এবং প্রদেশ কংগ্রেসের মধ্যে দুটি বৈঠক হল। এর আগে গত সোমবার দুই শিবিরের বৈঠকে ২০১৬-র বিধানসভা নির্বাচনের জোটের জয়ী আসনের ভিত্তিতে ঠিক হয়েছিল আসন রফা। ওই বৈঠকে দুই শিবির ৭৭টি আসন নিয়ে রফায় আসে। ঠিক হয়ে ছিল ৭৭টির মধ্যে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে ৪৪টি আসনে এবং বামফ্রন্টের জন্য ছাড়া হবে ৩৩টি আসন। বৃহস্পতিবারের বৈঠকে আরও ১১৬টি আসন নিয়ে রফাসূত্র বের হল। এদিন সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিলেন, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই বাকি ১০১ আসন নিয়ে রফা হয়ে যাবে। তবে পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ নিয়ে জট এখনও কাটেনি বলেই সূত্রের খবর।
Post a Comment
Thank You for your important feedback