ক্রিকেটে বর্ণবিদ্বেষ নিয়ে সরব প্রাক্তন ক্রিকেটাররা

পিতৃত্বকালীল ছুটি নিয়ে দেশে ফিরলেও ভারত অধিনায়ক বিরাট কোহলির নজর রয়েছে অস্ট্রেলিয়াতেই। সিডনি টেস্টে জাতিবিদ্বেষের শিকার হয়েছেন টিম ইন্ডিয়ার দুই সদস্য। ভারত অধিনায়ক গর্জে উঠলেন এর বিরুদ্ধে। তীব্র প্রতিবাদ জানিয়ে কোহলি টুইটে লিখলেন, বর্ণবিদ্বেষের মতো ঘটনকে কোনোভাবেই বরদাস্ত করা যায় না। বহুবার বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে এই রকম অনেক ঘটনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এটা মস্তানির চরম সীমা। দেখে খারাপ লাগছে যে এমনটা খেলার মাঠে ঘটছে। দ্বিতীয় টুইটে লিখেছেন, এই রকম ঘটনা দ্রুত খতিয়ে দেখা উচিৎ। দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে বলেও দাবি করেছেন বিরাট। 

শুধু কোহলিই নয় ভারতে বহু প্রাক্তন ক্রিকেটাররা এ বিষয়ে টুইট করে ক্ষোভ প্রকাশ  করেছেন। প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে মাঠে ফিল্ডিং করার সময় ব্যক্তিগতভাবে নিজের ধর্ম, গায়ের বর্ণ, আরও অনেককিছু বিষয় নিয়ে মন্তব্য শুনেছি। এই প্ৰথমবার ওখানকার ক্রিকেট দর্শক এমন ব্যবহার করছে না। এদের কীভাবে আটকানো সম্ভব?’ প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগ টুইটারে লিখেছেন, ‘তুমি করলে সার্কাজম আর অন্য কেউ করলে তা রেসিজম। এটা দুর্ভাগ্যজনক। কয়েকজন অস্ট্রেলিয়ান সমর্থক যা করছেন তাতে ভাল একটা টেস্ট ম্যাচটা নষ্ট হচ্ছে।’ 

ভিভিএস লক্ষণ, ওয়াসিম জাফর সহ বহু ক্রিকেটার থেকে ধারাভাষ্যকররা বর্ণবিদ্বেষের ঘটনায় সরব হয়েছেন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.