সিমেন্টের দাম নিয়ে চাপানউতোর

কেন্দ্রীয় সরকার গত কয়েক বছর ধরে আবাসন শিল্পের উপর জোর দিয়েছে এবং ব্যাঙ্কের ঋণের বিষয়ে ছাড় এবং সুবিধার দিকে জোর দিয়েছে। কিন্তু সেই তুলনায় বিক্রি অত্যন্ত কম। এই বিষয়ে সম্প্রতি কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ি অভিযোগ করেন, বড় বড় সিমেন্ট ও ইস্পাত সংস্থাগুলি যোগসাজস করে দাম বাড়িয়ে রেখেছে। এমন ভাবে চললে পরিকাঠামো প্রকল্পগুলির খরচ বাড়বে। এগুলির উপর নির্ভর করে রয়েছে দেশের লগ্নি ও অর্থনীতির ঘুরে দাঁড়ানোর চেষ্টা। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন।

কিন্তু অবস্থার সমাধান তো দূরস্থান উল্টে ধেয়ে এল সিমেন্ট সংস্থাগুলির আক্রমণ। তারা বলছেন, নির্মাণ এবং আবাসন সংস্থার মাত্রা ছাড়া মূল্যবৃদ্ধি করায় সমস্যা হয়েছে সিমেন্ট শিল্পগুলির এবং তারাও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর কাছে। মুখ খুলেছেন, প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা ইন্ডিয়া সিমেন্টের ভাইস প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন। তিনি জানিয়েছেন, সাউথ ইন্ডিয়া সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সর্বদাই বাজার মূল্য ধরে রাখতে চান কিন্তু বাদ সাধছে নির্মাণ সংস্থা। তাঁর দাবি, অবিলম্বে নির্মাণ সংস্থাগুলির নিয়ন্ত্রণ দরকার এবং তাদের বিক্রয় মূল্য ৫০% কমানো হোক। প্রশ্ন উঠেছে বিরোধী মহলে, সরকারের বাণিজ্য বাজারের ধারণা নেই, অথচ তারা উৎসাহ দিচ্ছে।       

 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.