এবার বিধানসভায় ‘অনাস্থা’ আনতে পারে বিজেপি, হুঁশিয়ারি দিলীপের

আগে আস্থা ভোটে জিতুক, এরপর কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনুক সরকার। দিন কয়েক আগে বিধানসভায় এমনটাই দাবি তুলেছিল বাম ও কংগ্রেস। এবার রাজ্য সরকারকে প্রায় একই সুরে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণের ফাঁকেই তিনি বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসকদল তৃণমূল কংগ্রেসকে। দিলীপের হুঁশিযারি, ‘ভেবেচিন্তে অধিবেশন ডাকুন, যদি অনাস্থা এসে যায় সরকারটাই তাহলে পড়ে যাবে। যেভাবে বাম ও কংগ্রেস ধমকি দিচ্ছে সত্যি যদি ওটা করে তাহলে মে মাস পর্যন্ত সরকারটাই থাকবে না। আমরাও অনাস্থা আনতে পারি, আনার সম্ভাবনা রয়েছে’। 

এরপরই তাঁর ইঙ্গিত, বিজেপির পক্ষে অনেক বিধায়ক রয়েছেন। এর পাশাপাশি এখন অনেকে আছেন, যাঁরা বিজেপিতে যোগ দেননি। বিধানসভা ডাকলে অনাস্থা আনা হলে সরকার পড়ে যেতে পারে। এর পাশাপাশি রাজ্যের ঘোষিত কয়েকটি প্রকল্প নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। স্বাস্থ্যসাথী কার্ড হোক বা কেন্দ্রীয় কিষাণ নিধি সম্মান প্রকল্প নিয়ে রাজ্য সরকারের সাম্প্রতিক অবস্থান সবকিছু নিয়েই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের কথায়, তিনি সব বিষয়েই নাটক করেন। মুখ্যমন্ত্রী কি স্বাস্থ্যসাথী কার্ডের যোগ্য? অথচ তিনিই লাইনে দাঁড়িয়ে কার্ড নেবেন। এরকমই নাটক করতে দেখেছিলাম কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে। নোটবন্দির সময় হাজার কোটি টাকার দুর্নীতিতে যুক্ত মাত্র ১০ হাজার টাকা তুলতে লাইনে দাঁড়িয়েছিলেন।

কেন্দ্রীয় কিষাণ নিধি সম্মান প্রকল্প নিয়ে তাঁর বক্তব্য, আমরা এ নিয়ে গত কয়েক বছর ধরে আওয়াজ তুলে আসছি। সারা দেশের কৃষক ইতিমধ্যে ১৪ হাজার টাকা করে পেয়েছেন। তবে এ রাজ্যের কৃষকেরা পাননি, তাঁরা বঞ্চিত হচ্ছেন। দেরিতে হলেও সৎবুদ্ধি হয়েছে। বিদায়ের সময় যদি কৃষকদের কিছু পাওয়ার ব্যবস্থা করেন কমপক্ষে তাঁদের আশীর্বাদ পাবেন। যদিও এদিন মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সংবাদমাধ্যমে বলেন, আমি মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। উনি মুখ্যমন্ত্রী থাকুন বা প্রাক্তন মুখ্যমন্ত্রী থাকুন যেন ভালো থাকেন।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post