টুইটার, ফেসবুকের পর এবার ইউটিউবও সাময়িকভাবে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিল। আগামী সাতদিন ট্রাম্পের ওই চ্যানেলে কোনওরকম ভিডিও আপলোড করা যাবে না। তাদের মতে, ওই চ্যানেল হিংসায় উস্কানি দেবে। টুইটার ও ফেসবুক স্থায়ীভাবেই বন্ধ করে দিয়েছে ট্রাম্পের অ্যাকাউন্ট।
এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, হিংসার জন্য উদ্বেগের মধ্যে ট্রাম্পের চ্যানেলে কোনও নতুন ভিডিও আপলোড করা হবে না। হিংসায় প্ররোচনার জন্য এই চ্যানেলকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। আপাতত সাতদিন চ্যানেল বন্ধ থাকবে। পরে তার মেয়াদ বাড়তে পারে। স্থায়ীভাবে ওই চ্যানেলে সব কমেন্টও মুছে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ট্রাম্পের ইউটিউব চ্যানেলে ২৬ লাখ ৮০ হাজার সাবস্ক্রাইবার রয়েছেন। এর আগেও ট্রাম্পের একাধিক ভিডিও মুছে দিয়েছিল ইউটিউব।
Thank You for your important feedback