অগ্রাধিকারের ভিত্তিতে খরচ হোক, মত রাজনের

আর দিন পনেরো বাদে কেন্দ্রীয় বাজেট। এই বাজেটে খুব ভাবনাচিন্তা করে খরচের পথে যাওয়া উচিত বলে জানান প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন। অন্যদিকে মোদি সরকার জানাচ্ছে, এবারে শিল্পবাণিজ্য এবং মানুষের সমস্যার দিকে তাকিয়েই বাজেট পেশ করবে নির্মলা সীতারামন। সরকারের ভাবনা একদিকে খরচ বাড়ানোর দাবি মেটানো, অন্যদিকে রাজকোষ সামলানো। 

বছরের দুই ত্রৈমাসিক মিলিয়ে সঙ্কোচন বিপুল। এর উপর ভিত্তি করে বিশ্বব্যাঙ্ক ইদানিং কালের হিসাব দেখে জানাচ্ছে করোনার ধাক্কায় ভারতীয় অর্থনীতির ক্ষতির অঙ্ক দাঁড়াবে ৯০,০০০ কোটি ডলার যার অর্থ দেশের সমগ্র অর্থনীতির চারভাগের একভাগ। এই হিসাবের যদি বাস্তবতা থাকে তবে রঘুরাম রাজন জানিয়েছেন, আগামী বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজকোষ ঘাটতির ফলে কেন্দ্রের খরচের ক্ষমতা এমনিই সীমিত তাই খরচ বাড়িয়ে চাঙা করতে হবে অর্থনীতি। ভারী  শিল্পের থেকেও জোর দিতে হবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দিকে। খরচ হোক অগ্রাধিকার বুঝেই জানালেন রাজন। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.