বাজেটের দিন কৃষকদের সংসদ অভিযান

কৃষি আইন বাতিলের দাবিতে ট্র্যাক্টর মিছিলের পর এবার ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশের দিন সংসদ অভিযান করবেন কৃষকরা। কীর্তি কিষাণ ইউনিয়নের দর্শন সিং জানিয়েছেন, এবার পায়ে হেঁটে মিছিল হবে সংসদের দিকে। দু-তিনদিনের মধ্যেই বিস্তারিত কর্মসূচি জানানো হবে। তবে মিছিল হবে শান্তিপূর্ণ। তাঁর দাবি, এবারের প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর মিছিল হচ্ছে। এই প্রথম সাধারণ মানুষ প্যারেডে অংশ নেবেন। এদিনের মিছিলের সীমান্তেই থেকে যেতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা গ্রামে ফিরে যাবেন না। মিছিলের শেষে সবাই ফিরে আসবেন সীমান্তেই যেথন থেকে তাঁদের মিছিল শুরু হয়েছে। পুলিশের হিসেবে ইতিমধ্যেই ২৭ হাজার ট্র্যাক্টর সীমান্তে জড়ো হয়েছে। সংখ্যাটা বেড়ে ৪০ হাজার হতে পারে। বেলা বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে পুলিশের তরফে। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم