ফের ইম্পিচমেন্টের মুখে ট্রাম্প

তাঁর মেয়াদের মধ্যেই দ্বিতীয়বার ইম্পিচমেন্টের মুখে পড়তে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর ডেমোক্রাট সদস্যরা তাঁর অপসারণের তোড়জোড় শুরু করেছেন। সোমবারই তাঁর ইম্পিচমেন্ট জন্য প্রস্তাব পেশ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে। তাতে সই করেছেন ১৮০ জন। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে অপসারণের প্রস্তাব আনা হয়েছিল। স্পিকার ন্যান্সি পেলোসি আশা করছেন, প্রস্তাব আসার আগেই ট্রাম্প নিজেই সরে যাবেন। 

এরই মধ্যে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, ২০ জানুয়ারি জো বাইডেনের শপথে তিনি যাচ্ছেন না। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, তিনি শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন। ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক এখন তলানিতে। তিনই ট্রাম্পের পরাজয়ের কথা ঘোষণা করেছেন। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.