বিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল ১০ কোটি

দুনিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গেল। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, অতিমারী শুরুর একবছরের মধ্যে সংখ্যাটা এই মারাত্মক জায়গায় পৌঁছেছে। চিনের উহানে প্রথম এই প্রাণঘাতী ভাইরাস ধরা পড়ার পর থেকে বিশ্বজুড়ে চলছে লকডাউন, ধ্বস্ত হয়ে গিয়েছে বিশ্ব অর্থনীতি। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংখ্যাটা আরও বেশি। সবথেকে খারাপ অবস্থা আমেরিকায়, সেখানে আক্রান্ত আড়াই কোটি ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ৪ লাখ ২০ হাজারেরও বেশি। 

এদিকে, ভারতে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ১২,৬৮৯ জন। মোট আক্রান্ত এখন ১,০৬,৮৯,৫২৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১,০৩,৫৯,৩০৫ জন। সুস্থতার হার ৯৬.৯১ শতাংশ। নতুন করে ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৩৭ জন। মোট মৃত ১,৫৩,৭২৪ জন। মৃত্যুর হার এখন ১.৪৪ শতাংশ। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم