আকাশছোঁয়া পেট্রোল, ডিজেলের দাম

পেট্রোলিয়াম দ্রব্যের মূল্যবৃদ্ধি এবার রেকর্ড করল। দিন দুয়েক স্থির ছিল পেট্রল ডিজেলের দাম। কিন্তু বুধবার সকাল থেকেই ফের বাড়ল দাম। আপাতত গড়ে ডিজেলের দাম দেশজুড়ে ৮০ টাকা লিটার  এবং পেট্রোলের দাম গড়ে ৮৮ টাকা লিটার। ইন্ডিয়ান অয়েলের কলকাতা শাখার যে কোনও পাম্পে আজকের দাম পেট্রল ৮৭.৬৯ টাকা, এবং ডিজেল ৮০.০৮ টাকা। অর্থ্যাৎ আগের থেকে পেট্রল বাড়ল লিটারে ২৪ পয়সা ও ডিজেল ২৫ পয়সা, যা কিনা ইদানিং কালে সবথেকে বেশি। 

বিরোধীদের প্রশ্ন কেন এত দাম বাড়ানো হচ্ছে? কেন্দ্রের বক্তব্য, বিশ্ববাজারে অশোধিত তেলের মূল্য বেড়ে যাওয়াতে নিরুপায় হয়েই দাম বাড়াতে হচ্ছে। বিরোধীদের দাবি, যখন বিশ্বজুড়ে অশোধিত তেলের মূল্য তলানিতে নেমে গিয়েছিল তখন করোনা আবহে নিয়মিত কেন্দ্রীয় সরকার পেট্রোলিয়াম সামগ্রীর দাম বাড়িয়েই গিয়েছিল এবং রাজকোষ ভর্তি করেছিল। আজ কিন্তু সমস্যা অন্যত্র, এই নিয়মিত মূল্যবৃদ্ধিতে পরিবহন তার ভাড়া বাড়াচ্ছে তাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যও বৃদ্ধি পাচ্ছে, জানাচ্ছেন দেশের অর্থনীতিবিদরা। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم