প্রজাতন্ত্র দিবসে নাশকতার আশঙ্কা, রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা

প্রজাতন্ত্র দিবসের আগে কড়া নিরাপত্তায় মুড়ল গোটা রাজ্য। প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদ-মালদা সহ রাজ্যের সীমান্তবর্তী বেশ কিছু জেলায় জঙ্গি হামলা হতে পারে বলে জানিয়েছেন গোয়েন্দারা। বিগত একবছরে ওই কয়েকটি জেলায় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর ঘাঁটির খোঁজ মিলেছে। পাশাপাশি পুলিশের জালে ধরা পড়েছে বেশ কয়েকজন জঙ্গিও। তার ভিত্তিতেই হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি ভবন, রেলস্টেশনে রীতিমতো হাই আল্যার্ট জারি রয়েছে। নেওয়া হয়েছে কড়া সতর্কতামূলক ব্যবস্থা। সোমবার সকালেই কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া অনুষ্ঠিত হয়। এদিন তার আগে থেকেই ওই চত্বরে কড়া নিরাপত্তার আওতায় এনেছে কলকাতা পুলিশ। 

তবে এবছর কোনও ব্যতিক্রম নয়। প্রতিবছরই প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নিরাপত্তা আঁটসাঁটো করা হয় প্রশাসনের তরফে। ২৬ জানুয়ারির মতোই স্বাধীনতা দিবস, দুর্গাপুজো ও যে কোন বড় উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই সতর্কতা নেওয়া হয়। সোমবার সকাল থেকেই শিয়ালদহ, হাওড়া ও কলকাতা  রেল স্টেশন, ধর্মতলা বাস টার্মিনাল এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া রাজ্যের সীমান্তবর্তী জেলা গুলির স্টেশনেও টহল দিচ্ছে রেলরক্ষী বাহিনী ও জিআরপি। রাজ্যের বিভিন্ন এন্ট্রি পয়েন্টেও চলছে নাক চেকিং। প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই রাজ্যে একধিক জায়গায় বিক্ষিপ্ত ভাবে  উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র।   


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post