চেন্নাই পৌছাল ভারত-ইংল্যান্ডের টেস্ট দল

আগামী ফেব্রুয়ারির ৫ থেকে ভারত ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট। ভারত এবং ইংল্যান্ডের প্রায় সব খেলোয়াড় পৌঁছে গেলেন চেন্নাই শহরে, অবশ্য ইংল্যান্ড অধিনায়ক জো রুট বুধবার শ্রীলঙ্কার থেকে এসে পৌঁছবেন। আপাতত ২ ফেব্রুয়ারি অবধি সমস্ত খেলোয়াড়দের সুরক্ষা বলয়ে থাকতে হবে। তবে মাঠে প্র্যাকটিস করতে বাধা নেই। এই মুহূর্তে সমস্ত উত্তর ভারত জুড়ে শীতল আবহাওয়া থাকে সত্ত্বেও চেন্নাইয়ে প্রবল গরম, আবার বৃষ্টিও হচ্ছে মাঝেমধ্যে। চূড়ান্ত ফর্মে রয়েছে দুটি দলই। ইংল্যান্ডের অধিনায়ক শ্রীলঙ্কায় দুটি টেস্টে প্রায় ৪৫০ রান করেছেন, যার মধ্যে একটি দ্বিশত একটি শতরান রয়েছে।

অন্যদিকে, অজিঙ্ক রাহানের ভারত, অস্ট্রেলিয়া জয় করে আত্মবিশ্বাসে মাঠে নামার অপেক্ষায়। কিন্তু সমস্যা হবে প্রথম দল বাছতে। যে বোলারদের কল্যাণে অজি জয় হল তাদের কেউ কি সুযোগ পাবেন ? দলে ফিরবেন অধিনায়ক কোহলি। অতএব কেউ একজন বাদ যাবেন। ঢুকবেন তিন নিয়মিত বোলার ফলে কোপ পড়বে নটরাজন, সিরাজদের উপর।      


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post