বাড়ছে রেলের ভাড়া, গুজব উড়িয়ে কি বলল রেল?

আর কয়েকদিন পরই বাজেট অধিবেশন, মূল বাজেটের সঙ্গেই এখন একযোগে রেল বাজেট পড়ে শোনান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু তাঁর আগেই খবর রটে যায় রেলের ভাড়া বাড়তে চলেছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়। ফলে রেল বাজেটের আগেই ভাড়া বৃদ্ধি নিয়ে চাপে পড়ে যায় কেন্দ্রীয় সরকার। এবার সত্য প্রকাশ করল ভারতীয় রেল। জল্পনা বেশি দূর গড়ানোর আগেই রেলমন্ত্রক পরিষ্কার জানিয়ে দিল রেলের ভাড়া বাড়ছে না। এটা ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন খবর বলেও সংবাদমাধ্যমের একাংশকে একহাত নিল রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার ভারতীয় রেল বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দিল, ‘গণমাধ্যমের এক অংশে খবর প্রকাশিত হয়েছে যে, রেলে যাত্রীভাড়া কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই খবর ভিত্তিহীন ও অসত্য। ভাড়া বাড়ার তেমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও’। 

উল্লেখ্য, করোনা অতিমারীর জন্য গত বছরের মার্চ মাস থেকে দীর্ঘদিন বন্ধ ছিল যাত্রীবাহী ট্রেন পরিষেবা। আনলক পর্বে ধীরে ধীরে যাত্রীবাহী ট্রেন চালু হলেও এখনও পুরোপুরি চালু হয়নি। সীমিত সংখ্যক ট্রেনই চলছে দেশের বিভিন্ন প্রান্তে। ২০২০ সালের শেষের দিকে রেলমন্ত্রক জানিয়েছিল কবে নাগাদ পরিষেবা পুরোপুরি চালু হবে সেটা এখনই পরিষ্কার করে বলা সম্ভব নয়। প্রসঙ্গত, লকডাউনের জেরে টিকিট থেকে রেলের আয় কমেছে প্রায় ৮৭ শতাংশ। এখন রেল ব্যবস্থার উন্নতি সাধন করে যাত্রী সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্যের দিকে নজর দিয়েছে রেলমন্ত্রক। এরমধ্যেই রেলের ভাড়া বৃদ্ধি হচ্ছে বলে কার্যত গুজব রটে যায় দেশে। করোনা পরিস্থিতি সামলে ওঠা সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এবার তাঁদের স্বস্তি দিয়েই রেল কর্তৃপক্ষ জানিয়ে দিল এখনই ভাড়া বাড়ছে না। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.