আগামীকাল থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। নির্দ্বিধায় বলা যায়, রোহিত শর্মা দলে আসছেনই এবং এখন তিনি দলে সহ-অধিনায়কও বটে কিন্তু বাদ পড়বেন কে ? প্রথমে স্থির ছিল মায়াঙ্ক আগারওয়াল এবং হনুমা বিহারি দুজনই বাদ পড়বেন। কিন্তু কে রাহুল চোট পাওয়ায় দুজনের একজনকে রাখতে হবেই। মায়াঙ্ক খেললে ওপেন করবেন। সেক্ষত্রে পরে নামবেন রোহিত। কিন্তু হনুমা খেললে রোহিতকেই ওপেন করতে হবে। অবশ্য নেট প্র্যাকটিসে রোহিতকে বেশ ভালো ছন্দেই দেখা গিয়েছে।
অন্যদিকে পেসার উমেশ যাদব চোট পাওয়ায় দলে তৃতীয় পেসার কে হবে তাই নিয়ে চিন্তা বেড়েছে রবি শাস্ত্রীর। হাতে এখন তিনজন পেসার রয়েছেন, শার্দুল ঠাকুর, নটরাজন এবং নভদীপ সাইনি। কিন্তু কে খেলবেন তা মাঠের অবস্থা বুঝে ঠিক হবে। যদি আবহাওয়া ভিজে থাকে তবে শার্দুল সুযোগ পাবেন আর যদি ফ্ল্যাট পিচ থাকে তবে সাইনি তাঁর বলের গতি নিয়ে নামবেন বলেই ধারণা।
Thank You for your important feedback