রাজ্যে দু-তিনদিনের মধ্যেই চালু হবে ই-রেশন কার্ডঃ খাদ্যমন্ত্রী

ভোটের আগেই তৃণমূল সরকারের নতুন চমক। এবার রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়ে দিলেন আর দু-এক দিনের মধ্যেই রাজ্যে ই-রেশন কার্ড চালু হয়ে যাবে। ফলে প্রথাগত রেশন কার্ড ছাড়াই এবার নির্দিষ্ট ন্যায্যমূল্যের দোকান থেকে তোলা যাবে পরিবারের রেশন। খাদ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী দু-তিনদিনের মধ্যেই ই- রেশনিং পদ্ধতি চালু হবে। তাঁর দাবি, ভারতে প্রথম এই রাজ্যেই এই পদ্ধতি চালু করছে। বাংলার সমস্ত মানুষকে রেশন ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্যই এই ব্যবস্থা চালু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাদ্যমন্ত্রীর আরও দাবি, কেন্দ্রীয় সরকার কোনও সাহায্য করছে না। বরং আট হাজার কোটি টাকা রাজ্যের খাদ্য দপ্তর পায় কেন্দ্রের কাছে। তবুও গোটা দেশের আগেই ই-রেশনিং ব্যবস্থা চালু করে চমক দিচ্ছে রাজ্য সরকার। 

ই-রেশন ব্যবস্থা কী? কতটা আলাদা প্রিন্টেড ডিজিটাল রেশন কার্ডের থেকে?

  • ই-রেশন কার্ড আর খাদ্য ও সরবরাহ দপ্তরের দেওয়া প্রিন্টেড ডিজিটাল রেশন কার্ড এর বৈধতা একই।
  • ই-রেশন কার্ডের সমস্ত তথ্যগুলি অনলাইনে লিঙ্কে ক্লিক করলে দেখতে পাওয়া যাবে।
  • ই-রেশন কার্ডে রেশন তোলার সময় গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি পাবেন গ্রাহকরা।
  • ই-রেশন কার্ডে রেশন তোলার প্রক্রিয়া সম্পূর্ণ  করার জন্য রেশন ডিলারকে ওটিপি দিতে হবে।
  • যদি ওটিপি পাওয়ার সুযোগ না থাকে তাহলে বায়োমেট্রিক পদ্ধতিতে হাতের ছাপ দিয়ে রেশন তুলতে পারবেন গ্রাহকরা।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post