নয়া রেকর্ড কিউই অধিনায়কের

নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টেস্টে অনন্য রেকর্ড করলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামস। এই টেস্টে ডবল সেঞ্চুরি করলেন তিনি। প্রথম ইনিংসেই ২৩৮ রানের এক অসাধারণ ইনিংস খেললেন। এটি টেস্ট কেরিয়ারে তাঁর চতুর্থ ডবল সেঞ্চুরি। 
 প্রথম ইনিংসে পাকিস্তান ২৯৭ রান করে অলআউট হয়েছিল। নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন ডবল সেঞ্চুরির জেরে ভালো অবস্থায় নিউজিল্যান্ড। গত বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করেছিলেন উইলিয়ামসন। এদিন নতুন রেকর্ডের মাইলফলক ছুঁয়ে ফেললেন উইলিয়ামস। স্টিভ স্মিথ ও বিরাট কোহলিকে টপকে আইসিসির টেস্ট তালিকার শীর্ষেও উঠে এলেন উইলিয়ামসন। পাশাপাশি টেস্ট ক্রিকেটে ৮৭টি ম্যাচ খেলে ৭০০০ রান করে ফেললেন কিউই অধিনায়ক।


 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.