আবহাওয়ার খামখেয়ালিপনা

প্রায় এক সপ্তাহ ধরে শীত উধাও হয়েছিল, বুধবার ফের নামল পারদ। বুধবারের সর্বনিম্ন তাপমানের গড় ছিল দক্ষিণবঙ্গে ১৭.৫, উত্তরবঙ্গে তাপমান নেমে গিয়েছে ১২ ডিগ্রির নীচে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েকদিন তাপমাত্রার আরও পরিবর্তন হবে। উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু কুয়াশা হবে এবং শনিবারের পর তাপমান ১০ ডিগ্রির নীচে নামবে। তবে শনিবারের পর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে ডুয়ার্স অঞ্চলে।

পাশাপাশি দক্ষিণবঙ্গে পারদ নামবে শনিবারের পর আরও বেশি। কিন্তু কখনওই তা ১৫-১৩ ডিগ্রির কম হওয়ার সম্ভাবনা নেই বলে জানাছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার মকর সংক্রান্তিতে সাগরে স্নানে খুব কষ্ট পাননি মানুষ। তবে আবহাওয়া দপ্তরের বক্তব্য, আবহাওয়ার এই খামখেয়ালিপনা এই প্রথম নয়, গত দু বছর বাদ দিলে তার আগের ৯/১০ বছর ধরেই এই তাপমাত্রার ওঠানামা ছিলই। কারণ হিসাবে তাঁরা বলছেন, যেহেতু তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশে ডিসেম্বর-জানুয়ারিতে বৃষ্টিপাত বাড়ে সেই কারণে বৃষ্টির পর উষ্ণতাও বেড়ে যায়। তাতে একটি পূবালি উষ্ণ গরম হাওয়া বাংলার দিকে ধেয়ে আসে যা আগে ওডিশাতেই সীমাবদ্ধ থাকত।   


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.