গান্ধিজির হত্যাকারী নাথুরাম গডসের নামে একটি শিক্ষাকেন্দ্রের উদ্বোধন হল। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। এই জ্ঞানশালা চালাবে হিন্দু মহাসভা। গোয়ালিয়রেই গান্ধিহত্যার চক্রান্ত হয়েছিল। এমনকী, যে পিস্তল দিয়ে গান্ধিজিকে খুন করা হয়েছিল, সেটিও কেনা হয়েছিল গোয়ালিয়রেই। মহাসভার সহ সভাপতি জয়বীর ভরদ্বাজ রবিবার জানিয়েছেন, দেশভাগের নানা দিক নিয়ে যুবকদের জানানোর জন্যই শিক্ষাকেন্দ্র। জাতীয় নেতাদের কথাও জানানো হবে তাদের। তাঁদের জানানো হবে শিবাজি, গুরু গোবিন্দ সিং, মহারানা প্রতাপের কথাও।
জ্ঞানশালায় থাকবে একটি পাঠাগারে। তাতে থাকবে কীভাবে গডসে মহাত্মা গান্ধিকে খুনের চক্রান্ত করেছিলেন তার তথ্য। এছাড়া, গডসের লেখাপত্র ও বক্তৃতাও থাকছে। গডসে যে প্রকৃত জাতীয়তাবাদী ছিলেন এবং তিনি অভিভক্ত ভারতের জন্য প্রাণ দিয়েছিলেন, সেটা তুলে ধরাই তাদের লক্ষ্য। এখনকার যুবকরা তা জানে না। দেশভাগের পিছনে ছিল কংগ্রেসই। নেহরু ও জিন্নার উচ্চাশা পূরণেই দেশ ভাগ হয়েছিল। গডসে তার বিরোধী ছিলেন। তাঁর একটি মন্দির তৈরির চেষ্টা হলেও তা হতে পারেনি।
Thank You for your important feedback