দুই ম্যাচ সাসপেন্ড মেসি

লিওনেল মেসিকে ২ ম্যাচের জন্য সাসপেন্ড করা হল। রবিবার স্প্যানিশ সুপার লিগে অ্যাটলিকো বিলবাওকে চড় মারায় মেসির এই শাস্তি। ফলে বৃহস্পতিবার কোপা দেল রে-র সঙ্গে শেষ ৩২ টাইয়ের ম্যাচটিতে তিনি খেলতে পারবেন না। রবিবার এলচেতে লা লিগার ম্যাচও খেলতে পারবেন না তিনি। ২৯ জানুয়ারি ফের বিলবাওয়ের মুখোমুখি হবেন তিনি। বারসেলোনা জানিয়েছে, তারা এই শাস্তির বিরুদ্ধে আপিল করবে। সুপার কাপ ফাইনালে অতিরিক্ত সময়ে মেসিকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের দেওয়া হয়েছিল।ওই ম্যাচ ৩-২ গোলে হেরে যায় বার্সা। 

লিগের কমিটির নিয়মমতো মেসিকে ৪ থেকে ১২ ম্যাচের জন্য সাসপেন্ড করা যেত। তবে ওই ঘটনাকে বলা হয়েছে খেলা চলাকালীন হিংসা বলেই। বল ধারেকাছে না থাকলেও মেসি অতির্কিত জোর প্রয়োগ করেছেন। এই অপরাধে দুই থেকে তিন ম্যাচের সাসপেনশন হতে পারে। বার্সার হয়ে ৭৫৪টি ম্যাচ খেলা মেসি এই প্রথম রেড কার্জ দেখলেন। আর্জেন্টিনার হয়ে দুবার লাল কার্ড দেখেছেন তিনি। একটি ২০০৫ সালে তাঁর আবির্ভাব ম্যাচেই। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post