অগ্নিগর্ভ রাজধানী, লালকেল্লায় ঢুকে পড়লেন কৃষকরা

বাধা না মেনেই লালকেল্লায় ঢুকে পড়ল প্রতিবাদী কৃষকদের ট্র্যাক্টর। হাজার হাজার কৃষক প্রজাতন্ত্র দিবসে বাধা ভেঙে লালকেল্লায় প্রবেশ করেন। মধ্য দিল্লিতে না যাওয়ার জন্য পুলিশি আপত্তি সত্ত্বেও নির্দিষ্ট পথ না মেনেই কৃষকরা পৌঁছে যান রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায়। সংসদ, সুপ্রিম কোর্টের কাছে মিছিল চলে যায়। পুলিশ শান্তি বজায় রাখার আবেদন জানালেও তাতে কোনও কাজ হয়নি। জানা গিয়েছে, এক বিক্ষোভকারী আইটিও-তে মারা গিয়েছেন। তাঁর ট্র্যাক্টর উল্টে গিয়েছিল। 

এর আগে দিল্লির আইটিও-র সামনে পুলিশ-কৃষকদের মধ্যে জোর সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ সেখানে টিয়ারগ্যাস চালায়। বিক্ষোভকারীরা পুলিশকে মারধোর করে। নাঙ্গলোইয়ে পুলিশ  রাস্তায় বসে পড়ে কৃষকদের আটকানোর চেষ্টা করেন। দিল্লির একাধিক মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার কৃষি আইন বাতিলের দাবিতে ট্র্যাক্টর মিছিলের আগেই উত্তেজনা দেখা দিয়েছিল দিল্লির সিংঘু সীমান্তে। পুলিশকে অবস্থা নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়। লাঠিচার্জ করতে হয়। পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেছেন কৃষকরা। তাঁরা কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির। ট্র্যাক্টর ছাড়াও পায়ে হেঁটেও রাজধানীর দিকে এগিয়ে যান হাজার হাজার কৃষক। পাণ্ডবনগরের কাছে ব্যারিকেড ভাঙা হয়। মুবারকা চকে পুলিসের গাড়িতে উঠে পড়েন বিক্ষোভকারীরা। 

রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শেষ হওয়ার পরই এই ট্র্যাক্টর মিছিল শুরু হবে বলে জানানো হয়েছিল। নভেম্বরের শেষ থেকেই সীমান্তে অবস্থান করছেন কৃষকরা। সময় নিয়ে অধৈর্য কৃষকরা টিকরি সীমান্তেও অশান্ত হয়ে উঠছেন। নেতারা তাঁদের শান্ত করার চেষ্টা করছেন। সঠিক সময় নিয়ে পুলিশের সঙ্গে কথা বলছেন তাঁরা। দিল্লির সিংঘু, গাজিপুর ও টিকরি সীমান্ত দিয়ে ৪১টি কৃষক সংগঠনের যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চার মূল তিনটি মিছিল দিল্লির প্রায় ১০০ কিলোমিটার অতিক্রম করবে। কৃষক সংগঠনগুলির দাবি, অন্তত ২ লাখ ট্র্যাক্টর এদিনের মিছিল অংশ নেবে। 

এই মিছিলের পরিপ্রেক্ষিতে কড়া হয়েছে পুলিশি নিরাপত্তা। রাজপথে মোতায়েন হয়েছে ৬ হাজার পুলিশকর্মীকে। পুলিশ জানিয়েছে, পাকিস্তানে সক্রিয় অন্তত তিনশোটি টুইটার হ্যান্ডেলের মাধ্যমে মিছিল বানচালের চেষ্টা করা হচ্ছে খালিস্তানি ও আইএসআইয়ের মদতে। পাশাপাশি রাজপথে সরকারি কুকাওয়াজের দিকেও কড়া নজর রয়েছে। দিল্লির চারিদিকে পাঁচস্তরীয় নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। 



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post