মেয়ের বিয়ের টাকা চাইতে গিয়ে জুটল মার, মর্মান্তিক মৃত্যু উলুবেড়িয়ায়


মেয়ের বিয়ের জন্য চিটফান্ডে জমানো টাকা চাইতে গিয়ে জুটল মারধর। অভিযোগ, এজেন্টের মারে মৃত্যু হয় এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার চেঙ্গাইল কাজিপাড়ায়। মৃত ব্যক্তির নাম কাজি সাহাবুদ্দিন (৪৬)।  স্ত্রীকে নিয়ে এজেন্টের কাছ থেকে নিজের জমানো টাকা চাইতে যান তিনি। সেই সময় ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করে অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এদিকে ঘটনার পরই ফেরার ওই এজেন্ট। ঘটনায় অভিযুক্তের পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ। 

জানা গেছে, এলাকার এক চিটফান্ড এজেন্ট এজাজুল কাজির কাছে ১৮ হাজার টাকা জমা রেখেছিলেন কাজি সাহাবুদ্দিন। বড় মেয়ের বিয়ে উপলক্ষে  সেই টাকা চাইতে গিয়েছিলেন তাঁর স্ত্রী পাখিজা বেগম। কিন্তু তাঁকে অপমান করে তাড়িয়ে দেয় এজাজুল। পরে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে এজাজুলের কাছে টাকা চাইতে যান সাহাবুদ্দিন। অভিযোগ, স্ত্রী ও মেয়ের সামনেই তাঁকে মারধর করে ওই এজেন্ট। পরে এজাজুলের বাবার কথায় মিমাংসার জন্য তাদের বাড়ি যান তিনি। পরিবারের দাবি, বাড়ির ভিতর নিয়ে গিয়ে সাহাবুদ্দিনকে আরও মারধর করা হয়। এমনকি ইট দিয়ে তাঁর মাথায় থেঁতলে দেয় এজাজুল। চিৎকার শুনে স্থানীয়রা এলে সেখান থেকে পালিয়ে যায় এজাজুল। কোনক্রমে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ এজাজুলের পরিবারের চার জনকে আটক করেছে। পলাতক এজেন্টের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.