হাওড়ায় বাইক ছিনতাইয়ে বাধা, গুলিবিদ্ধ যুবক

রাস্তা ভুলে বাইক ছিনতাইবাজদের কবলে পড়ে গুলিবিদ্ধ হাওড়ার এক যুবক। ঘটনাটি ঘটেছে  হাওড়ার বীরশিবপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে ৷  পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ওই যুবকের নাম পিনাকী দাস। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল ও পরে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাযে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত ১০টা নাগাদ পাঁচলায় রানিহাটিতে বাড়িতে ফিরছিলেন পিনাকি দাস। সেই সময় পাঁচলা মোড়ের কাছে হঠাৎই দেখেন তাঁর হারিয়ে গেছে। উলুবেড়িয়া থানায় এনিয়ে অভিযোগ দায়ের করাতে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই রাস্তা ভুলে ১৬ নং জাতীয় সড়ক ধরে বীরশিবপুর এলাকায় চলে যান পিনাকী। অভিযোগ, আচমকাই দুজন দুষ্কৃতী ওই যুবকের ওপর চড়াও হয়ে বাইক ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দেওয়ায় তাঁকে লক্ষ করে তিনটি গুলি চালায় ছিনতাইবাজরা। একটি গুলি বাইকে আর দুটি তাঁর শরীরে লাগে। ভয় পেয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলিবদ্ধ অবস্থায় প্রথমে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ওই যুবককে। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতা মেডিকেল হাসপাতালে তাঁকে স্থানন্তরিত করা হয়। এই ঘটনায় উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন গুলিবিদ্ধ যুবকের পরিবার।  


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.