EPL আপডেটঃ লিভারপুলকে পিছনে ফেলে লিগ শীর্ষে ম্যান ইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে উঠে এল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে বার্নলিকে হারাল রেড ডেভিলসরা। ৭১ মিনিটে ম্যান ইউ-র হয়ে একমাত্র গোলটি করেন ফরাসি তারকা পল পোগবা। ম্যাচ জিতে  লিভারপুলকে পিছনে ফেলে লিগ শীর্ষে উঠে এল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১৭ ম্যাচের মধ্যে ১১ ম্যাচে অপরাজিত থেকে  ৩৬ পয়েন্ট সোলসসেয়ারের দলের। উল্লেখ্য, শেষবার ২০১২-১৩ মরশুমে অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে ম্যাঞ্চেস্টার শেষ বার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। ফের একবার ইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে রেড ডেভিলসরা। চলতি সপ্তাহের রবিবার লিগের দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।   

অপরদিকে, মঙ্গলবার ইপিএলের অপর ম্যাচে উলভসকে ২-১ গোলে হারাল এভারটন। ম্যাচের প্রথমার্ধের ৬ মিনিটে এগিয়ে যায় এভারটন। পাল্টা আক্রমণে রুবেনের গোলে ম্যাচের সমতায় ফেরে উলভস। দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটে এভারটনের হয়ে ম্যাচের শেষ গোল করেন মিচেল কানে। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট পেয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে এভারটন। চলতি মরশুমে প্রথম জয় পেল লিগ টেবিলের শেষ দল শেফিল্ড ইউনাইটেড। ৭৩ মিনিটে নিউ ক্যাসেলের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করেন বিলি শার্প। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.